বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৫ মে ২০২৪ ১৩ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী ৭ মে নির্বাচন মালদা উত্তর এবং মালদা দক্ষিণে। তার আগেই মালদার হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় বদলি হিসেবে অন্য কাউকে নিযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল তিনটের মধ্যে তিনজনের নাম পাঠাতে হবে। কমিশনের আঞ্চলিক দপ্তরের সিইওকে এই নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তার মধ্যে থেকেই একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন। আরও জানানো হয়েছে, বর্তমান আইসি আর নির্বাচন সংক্রান্ত কোনো কাজে নিযুক্ত থাকতে পারবেন না। তবে তাঁকে সরানোর কারণ স্পষ্ট করে জানানো হয়নি। এর আগে মুর্শিদাবাদ, ডায়মন্ডহারবার, আনন্দপুর একাধিক থানায় ওসি, আইসিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার সেই তালিকায় যোগ হল হবিবপুরের নাম।